ম্যারেজ লাইসেন্স / বিয়ের লাইসেন্স
বিয়ের লাইসেন্স এর কথা শুনলেই আমরা মনে করি ম্যারেজ সার্টিফিকেট। বাংলাদেশে বিয়ে করতে ম্যারেজ লাইসেন্স প্রয়োজন হয় না, এজন্য এটি একটি অপরিচিত শব্দ। কিন্তু উন্নত দেশগুলোতে ম্যারেজ লাইসেন্স (বিবাহের লাইসেন্স) ছাড়া বর বা কনেকে বিবাহ করানো হয় না।
সুতারং বাংলাদেশীদের জন্য বিয়ের লাইসেন্স প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি উন্নত কোন দেশে বিয়ে করতে চান তাহলে বিবাহের লাইসেন্স লাগবে এবং সেটা বাংলাদেশ থেকে নিতে হবে।
কিন্তু আমাদের এই বিষয়টা সম্পর্কে জানা না থাকায় বেশ ঝামালায় পরতে হয়। আজকের এই লেখাটায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ম্যারেজ লাইসেন্স বা বিবাহের লাইসেন্স কি?
বিবাহের লাইসেন্স একটি আইনি দলিল যা বিবাহের অনুমতি পত্র হিসাবে ব্যবহার হয়।
বিবাহ লাইসেন্স এমন একটি নথি যা একটি ধর্মীয় সংস্থা বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দ্বারা প্রদান করা হয়, যা একটি দম্পতিকে বিয়ে করার অনুমোদন দেয়।
——উইকিপিডিয়া
ম্যারেজ লাইসেন্স vs ম্যারেজ সার্টিফিকেট
ম্যারেজ সার্টিফিকেট হল বিবাহের দলিল যা প্রমাণ করে যে আপনি আপনার সঙ্গীর সাথে বৈধভাবে বিবাহিত।
বিয়ের লাইসেন্স একটি আইনি দলিল যা বিবাহের অনুমতি পত্র হিসাবে ব্যবহার হয়।
বিয়ের লাইসেন্স পেতে কি কি লাগে?
আপনার এবং আপনার সঙ্গীর ২ কপি করে ছবি।
ছেলে মেয়ে উভয়ের পাসপোর্ট সাইজের ছবি লাগবে। যা দ্বারা ছেলে মেয়েকে সনাক্ত করা যায়। উক্ত ছবি নোটারি পাবলিক কর্তৃক সত্যায়িত করতে হবে।
আপনি এবং আপনার সঙ্গীর রাষ্ট্র কর্তৃক প্রদত্ত পরিচয় পত্র বা পাসপোর্ট।
দুই জনকে পরিচয় প্রমাণের জন্য রাষ্ট্র কর্তৃক প্রদত্ত পরিচয় পত্র বা পাসপোর্ট দেখাতে হবে। এই পরিচয় পত্র দেখে কর্ত্তৃপক্ষ লাইসেন্স প্রদান করবেন।
অবিবাহিত সনদ পত্র বা ডিভোর্স সনদ পত্র
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অবিবাহিত বা ডিভোর্স সার্টিফিকেট। যিনি বিবাহের লাইসেন্স প্রত্যাশা করতেছেন তিনি যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিত সার্টিফিকেট লাগবে। আর যদি ডিভোর্স হয় তাহলে ডিভোর্স সার্টিফিকেট লাগবে। অবিবাহিত সনদ পত্র বা ডিভোর্স সনদ পত্র ছাড়া কিছুতেই ম্যারেজ লাইসেন্স পাওয়া সম্ভব না।
মেডিকেল সার্টিফিকেট
যিনি বিয়ের লাইসেন্স প্রত্যাশা করতেছেন তিনি যে শারিরিক এবং মানসিক ভাবে বিয়ে করতে সক্ষম তা প্রমাণের জন্য মেডিকেল সার্টিফিকেট লাগবে। এছাড়া বিয়ের আগে বেশ কিছু রোগের টেষ্ট করা প্রয়োজন হতে পারে যেমন এইচ আই ভি টেষ্ট। এই বিষয় টি এক এক রাষ্ট্রের জন্য এক এক রকম কন্ডিশন থাকে।
মা-বাবার অনুমতি পত্র
যিনি বিবাহের লাইসেন্স প্রত্যাশা করেন তার বাবা মা যে এই বিষয়ে জানেন এবং উক্ত বর বা কনের সাথে বিবাহে তাদের কোন আপত্তি নেই সেই মর্মে অনুমতি পত্র লাগবে।
যেই দেশের ছেলে বা মেয়েকে বিয়ে করবেন সেই দেশের রিকয়ারমেন্ট অনুযায়ী ম্যারেজ লাইসেন্স নিতে হবে।
অনেকের মনে প্রশ্ন থাকে বিদেশে থেকে কিভাবে ম্যারেজ লাইসেন্সের আবেদন করবো বা পাবো।
উত্তরঃ উপরে বর্ণিত সকল বিষয় এবং কাগজপত্র সহ আপনার বাবা-মা আমাদের অফিসে আসলে আমরা করে দিতে পারবো।