এক পক্ষ থেকে তালাক প্রদান করতে নোটিশ পাঠাতে হয়। সুতরাং স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দিতে তালাকের নোটিশ প্রদান করতে হয়। তাহলে প্রথম কথা হল, একটা নোটিশ বানাতে হবে, নোটিশ বনাতে হলে একজন তালাক রেজিস্ট্রারের নিকট তালাক রেজিস্ট্রি করে নোটিশ তৈরী করতে হয়। উক্ত নোটিশ সরকারি ডাক যোগে স্ত্রীর ঠিকানায় এবং স্ত্রী যে এলাকায় থাকে তার চেয়েরম্যান বা সিটি করপরেশনের ঠিকানায় পাঠাতে হয়। সরকারি ডাক থেকে প্রাপ্ত রসিদ সংরক্ষণ করেতে হয়, কারণ উক্ত রসিদ ৯০ দিন পর সার্টিফফিকেট নিতে সময় প্রয়োজন হয়।
স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের নোটিশ ফরম
তালাকের নোটিশ এফিডেভিট
তালাকে আরো শক্তিসালি করতে পাঁচ সত টকার স্ট্যাম্পে তালাকের ঘশনা দেওয়া যেতে পারে। এফিডেভিট উক্ত তালাক-কে আরও কার্যকর করে তোলে। উক্ত এফিডেভিটের মাধ্যমে স্বামী ঘোষনা করবে যে তাহার স্ত্রীর সাথে আজ হয়তে আর কোন প্রকার সম্পর্ক থাকবে না, বা স্ত্রি তাহাকে স্বামি দাবি করতে পারবে না। তাছাড়া যেহেতু তালাক কার্যকর হতে ৯০ দিন সময় লাগে সেহেতু নব্বই দিনের আগে তালাকের কোন প্রকার প্রমান হাতে থাকে না, সুতারাং এফিডেভিট করলে প্রামাণ হিসাবে এফিডেভিট হাতে থাকে।
তালাক কি ভাবে দিতে হয়, আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি, পড়তে পারেন।
স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক নোটিশ এফিডেভিট প্রথম পেজ
স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের নোটিশ এফিডেভিট দ্বিতীয় পেজ
স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের নোটিশ এফিডেভিট তৃতীয় পেজ
স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের নোটিশ এফিডেভিট চতুর্থ পেজ
স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের নোটিশ এফিডেভিট পঞ্চম পেজ
আমাদের সকল সার্ভিস জানুন আমাদের সেবাসমূহ।
যোগাযোগঃ messenger
Phone: 01924-11 91 84, বা 01515-615786
Email: admin@marriagedivorcelawyerdhakabd.com বা focuse.unique60@gmail.com