হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক?
এখন পর্যন্ত হিন্দু ম্যারেজ রেজিষ্টেশন বাধ্যতামূলক করা হয় নাই। তবে সচেতন নাগরিক হিসাবে বিবাহ অবশ্যই রেজিস্ট্রি করা উচিত। কারন বিবাহ হিন্দু রেজিস্ট্রার দ্বারা রেজিস্ট্রি ছাড়া হিন্দু ম্যারেজ সার্টিফিকেট পাওয়া যায় না।
বিভিন্ন সময় বিভিন্ন কাজে ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হয়। বিষেশ করে পাসপোর্ট করার সময় ম্যারেজ সার্টিফিকেট বাধ্যতামূলক।
যারা অনেক আগে বিবাহ করেছেন কিন্তু বিবাহ রেজিস্ট্রেশন করেন নাই, তারা কি ভাবে ম্যারেজ সার্টিফিকেট পাবেন, জানতে ক্লিক করুন হিন্দু ম্যারেজ সার্টিফিকেট
আর যারা ভাবছেন বিবাহ করবেন ..
ফ্যামেলি, সামাজিক, ধর্মিয় ভাবে বিবাহ করে একজন হিন্দু রেজিশট্রার দ্বারা বিবাহ রেজিস্ট্রেশন করে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেবেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন উক্ত রেজিস্ট্রার সরকার কর্তৃক অনুমতি প্রাপ্ত কি না।
বিবাহ রেজিস্ট্রি করতে কিছু ইনফরমেশন প্রাদান করতে হয়।
যদি কখনো সপরিবারে বিদেশ ভ্রমন, গমন করতে চান তাহলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটের বিকল্প নেই।
এছাড়া বিভিন্ন কাজে ম্যারেজ সার্টিফিকেট প্রোয়োজন হয়, শুধু প্রয়োজন বললে ভুল হবে বাধ্যতামূলক।
হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন প্রত্যক্ষভাবে বাধ্যতামূলক না হলেও পরোক্ষভাবে বাধ্যতামূলক।
সুতারং বভিষ্যত বিবেচনায় বিবাহ রেজিষ্টি করা এবং প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করে রাখা ভালো।
স্বামী স্ত্রীর নাম কিভাবে সংযোজন করবেন?
উত্তর আবার সেই ম্যারেজ রেজিস্ট্রেশন এবং ম্যারেজ সার্টিফিকেট। ম্যারেজ সার্টিফিকেট সহ রি-ইস্যুর জন্য আবেদন করলে, পাসপোর্ট অফিস থেকে স্বামী স্ত্রীর নাম সংযোজন করে দেবে।
বিয়ে রেজিস্ট্রেশন কেন প্রয়োজন?
পাসপোর্ট ছারাও বিভিন্ন কাজে ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হয়।
১। রেজিস্ট্রিশন করে বিবাহ করলে কোন পক্ষ সত্যতা অস্বীকার করতে পারে না।
২। স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী পুনরায় বিবাহ করতে পারে না, করলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন
৩। স্বামী বা স্ত্রীর মৃত্যু ঘটলে দুইজনের মধ্যে যিনি বেঁচে থাকবেন, তিনি মৃতের সম্পত্তি থেকে বৈধ অংশ আদায় করতে পারবেন।
৪। তাছাড়াও বাড়ি ভারা, হোটেল ভাড়া, ভ্রমন সহ বিভিন্ন জায়গায় বিবাহের দলিল/প্রমান পত্র হিসাবে ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হয়।। অনেক সময় ম্যারেজ সার্টিফিকেট না থাকায় বিভিন্ন সমস্যায় পরতে হয়।
তাই বিবাহ রেজিষ্ট্রি করা এবং ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহ করা উচিত ।
যারা বিবাহ করেছেন বা করবেন অথবা অগে বিবাহ করেছেন, তারা কিছু নির্দিষ্ট ইনফরমেশন দিয়ে বিবাহ রেজিস্ট্রি করুন এবং ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহ করুন। ইনফরমেশন ফর্ম পূরন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। (০১৫১৫-৬১৫৭৮৬)
যোগাযোগঃ messenger
Phone: 01924-11 91 84, বা 01515-615786
Email: admin@marriagedivorcelawyerdhakabd.com বা focuse.unique60@gmail.com