স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ প্রদান প্রক্রিয়া

স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক মানে এক পক্ষ থেকে তালাক প্রদান। এক পক্ষ থেকে তালাক প্রদান করলে অপর পক্ষকে এবং তার এলাকার চেয়েরম্যান বা সিটি করপরেশনের বরাবর নোটিশ প্রদান করতে হয়। তাহলে প্রথমেই নোটিশ তৈরী করেতে হবে। একজন তালাক রেজিস্টার দ্বারা তালাক রেজিস্ট্রি করতে হবে এবং তার থেকে নোটিশ নিয়ে উক্ত নোটিশ স্বামীর ঠিকানায় পাঠাতে হবে। এখত্রে মনে রাখতে হবে নোটিশ অবশ্যই সরকারি ডাক যোগে রেজিস্ট্রি করে  পাঠাতে হবে, এবং রেজিস্ট্রির রসিদ সংরক্ষণ করতে হবে।  সম্পূর্ণ কাজ নির্ভুলভাবে করতে একজন এডভোকেটের সহযোগিতা নেওইয়া উচিত।

স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ ফরম

 স্ত্রী  কর্তৃক  স্বামীকে তালাকের নোটিশ ফরম
স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ ফরম

তালাকের নোটিশ এফিডেভিট

তালাকের নোটিশ পাঠানর পাশাপাশি পাচ শত টাকার স্টাম্পে তালাক এফিডেভিট করা যায়। কিন্তু ইহা বাধ্যতামূলক না, সহায়োক হিসাবে করা হয়ে থাকে। এফিডেভিট উক্ত তালাক-কে আরও কার্যকর করে তোলে। তাছাড়া তালাক যেহেতু নব্বই দিন পর কার্যকর হয় তাই নব্বই দিন পর্যন্ত এফিডেভিট তালাকের প্রামান হিসাবে গণ্য করা যেতে পারে। তালাক কি ভাবে দিতে হয়, আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি পড়তে পারেন

স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ এফিডেভিট প্রথম পেজ

স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ  এফিডেভিট  প্রথম পেজ
স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ এফিডেভিট

স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক নোটিশ এফিডেভিট ২য় পেজ

স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ  এফিডেভিট  ২য় পেজ
স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ এফিডেভিট

আমাদের সকল সার্ভিস জানুন আমাদের সেবাসমূহ

যোগাযোগঃ messenger

Phone: 01924-11 91 84, বা 01515-615786

Email: admin@marriagedivorcelawyerdhakabd.com বা focuse.unique60@gmail.com

1 thought on “স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ প্রদান প্রক্রিয়া”

  1. Pingback: তালাক কিভাবে দিতে হয় স্বামী কর্তৃক স্ত্রীকে, স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *