হিন্দু ম্যারেজ সার্টিফিকেট করতে কি কি লাগে

হিন্দু ম্যারেজ সার্টিফিকেট বাংলাদেশ ভোগান্তি ও সমাধান

হিন্দু ম্যারেজ সার্টিফিকেট

রেজিস্ট্রি  বাধ্যতামূলক না হওয়ায় অনেকে হিন্দু বিবাহ রেজিষ্টি করেন না। আবার যারা ১০ বছর পূর্বে বিবাহ করেছেন তাদের বিবাহ রেজিস্ট্রির কোনো সুযোগ ছিল না। (আইন চালু হয় ২০১২সালে আর ২৭ জানুয়ারী  ২০১৩ সাল থেকে বিবাহ রেজিষ্টি শুরু হয়)। কিন্তু এখন হিন্দু ম্যারেজ সার্টিফিকেট বিভিন্ন ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। বিশেষ করে পাসপোর্ট, ভিসা করতে বা সপরিবারে বিদেশ গমন করতে ম্যারেজ সার্টিফিকেট বাধ্যতামূলক।

হিন্দু বিবাহের সার্টিফিকেট কিভাবে কোথায় পাবেন?

নির্দিষ্ট কিছু ডুকুমেণ্ট এবং বিবাহের যাবতিয় তথ্য প্রদান পূর্বক রেজিস্ট্রি করা যায়। আর সার্টিফিকেটের জিন্য বিবাহ রেজিস্ট্রি বাধ্যতামূলক। কোন এক জন হিন্দু রেজিস্ট্রারের রেজিস্ট্রেশন ভলিউম বইয়ে স্বাক্ষরের মাধ্যমে রেজিস্ট্রি করতে হয়।

হিন্দু রেজিস্ট্রার হচ্ছেনসরকার কর্তৃক নির্ধারিত হিন্দু কাজি। একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের নিকট বিবাহ রেজিস্ট্রি করতে হবে। এক্ষেত্রে আপনার বিবাহ ১০-২০ বছর আগে হলেও কোন সমস্যা নেই।

কি কি ইনফরমেশন লাগবে?

Information for hindu marriage certificate

Marriage /Wedding Venue: (বিয়ের স্থান)
The Ashirbad /Blessing Date: (আশীর্বাদ তারিখ)
Marriage/wedding date: (বিয়ের তারিখ)

The Groom’s Name: ( বরের নাম)
The Groom’s Father Name: (বরের  পিতার নাম)
The Groom’s Mother Name: (বরের মাতার নাম)
The Groom’s Present Address: (বরের বর্তমান ঠিকানা)
The Groom’s Permanent Address:  (বরের স্থায়ী ঠিকানা)
The Groom’s Date Of Birth & Place: (বরের জন্ম তারিখ)

The Bride’s Name:  (কনের নাম)
The Bride’s Father Name (কনের পিতার নাম)
The Bride’s Mother Name: (কনের মাতার নাম)
The Bride’s Present Address:  (কনের বর্তমান ঠিকানা)
The Bride’s Permanent  Address:  (কনের স্থায়ী ঠিকানা)
The Bride’s Date Of Birth & Place: (কনের জন্ম তারিখ)


Priest/Purohit Name: (পুরোহিতের নাম)
Priest/Purohit Address: (পুরোহিতের ঠিকানা)
Barbers/shill Name: (নাপিত/ শীল)
Barbers/shill Address: (নাপিত/ শীল ঠিকানা)

Konnadan/Bestowal Name, Address, Relation:  কন্যাদান নাম, ঠিকানা, সম্পর্ক)
The Groom’s Witness Name: ( বর পক্ষের সাক্ষীর নাম)
The Groom’s Witness Address ( বর পক্ষের সাক্ষীর  ঠিকানা)
The Bride’s Witness Name: ( কনে পক্ষের সাক্ষীর নাম)
The Bride’s Witness Address: ( কনে পক্ষের সাক্ষীর  ঠিকানা)

The Groom’s Guardian Name: (বরের অভিভাবকের নাম)
The Groom’s Guardian Address: (বরের অভিভাবকের ঠিকানা)
The Bride’s Guardian Name: (কনের অভিভাবকের নাম)
The Bride’s Guardian Address: (কনের অভিভাবকের ঠিকানা)

কি কি ডকুমেন্ট লাগবে?

স্বামী-স্ত্রীর এন.আই.ডি কার্ড, তিন কপি ছবি লাগবে বিবাহ রেজিস্ট্রি করতে।

হিন্দু ম্যারেজ সার্টিফিকেটের নমুনা কপি

হিন্দু ম্যারেজ সার্টিফিকেট নমুনা কপি

ম্যারেজ রেজিস্ট্রি করা এবং সার্টিফিকেট সহ প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করা খুবই সহজ  একটি বিষয়। জানা না থাকায়, অনেকে ম্যারেজ সার্টিফিকেট এর জন্য ভোগান্তির শিকার হিচ্ছেন।

ম্যারেজ সার্টিফিকেটের জন্য হয়রানির শিকার এক জন সাক্ষাৎকারে বলেন…।

আমি সুদিপ (ছদ্মনাম) ২০১০ ইং বিবাহ করেছি, আমার দুইটা পুত্র সন্তান আছে। কাজের প্রয়োজনে বেইজিং থাকি। একসময় বেইজিংএ সপরিবারে আনার প্রয়োজন হয়। দরকার হয় ম্যারেজ সার্টিফিকেট এবং ২ সন্তানের জন্ম নিবন্ধন। শুরু হল সমস্যা, বিবাহ যেহেতু ২০১০ এ করেছি, ঐ সময়  বিবাহ রেজিস্ট্রিতো দূরের কথা হিন্দু রেজিস্ট্রার-ও ছিলো না। 

যা হোক ইমোর মাধ্যমে পরিচয় হয় বাংলাদেশী এক জনের সাথে, উনি আমাকে পরামর্শ দিলেন “আমি বিবাহ করেছি, এই মর্মে হলফ করে  এভিডেভিট করলেই হবে। 

খুব সহজে এভিডেভিট করতে পেরে খুশি হলাম, কিন্তু এটা নিয়ে বেশ দৌড়াদৌড়ির পর জানতে পারলাম এটা দিয়ে হবে না। ম্যারেজ সার্টিফিকেট লাগবে। 

এমতো অবস্থায় এক বাবার সন্ধান পেলাম যিনি আমাকে এক দিনেই ম্যারেজ সার্টিফিকেট করে দেবেন। এর জন্য গুনতে হবে মোটা অংকের টাকা। আমার সকল কাজ করার জন্য হাতে সময় ছিলো কয়েকদিন সুতরাং আমি রাজি হলাম।

বাবাজী মাত্র এক ঘণ্টার মধ্যে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে হাজির। হঠাৎ আমার একটা কথা মনে পরলো, শিক্ষা জীবনে একবার নীলক্ষেত থেকে একজনের কম্পিউটার সার্টিফিকেট বানাইছিলাম বাবাজী এমন কিছুই করেছেন।

তখন বাবাজীকে এক হাজার টাকা  দিয়ে বললাম আমার সার্টিফিকেট লাগবে না, ও-মা বাবাজী আমাকে পুরাপুরি ব্লাক মেইল করা শুরু করলো। এক পর্যায়ে আমাকে ১৪ সিকের ভয় দেখাতে শুরু করলো। যা হোক একজন পরিচিতর মাধ্যমে পরিস্থিতি থেকে রক্ষা পেলাম।

এরপর গুগলের মাধ্যমে এই ওয়েবসাইট-টা খুজে পাই। ওনাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করি। ওনারা অনলাইনে একটা ফরম দেন যেখানে বিবাহ রেজিস্ট্রির জন্য ইনফরমেশন দেই । পরের দিন ওনাদের অফিসে গিয়ে ভলিয়ম বইয়ে স্বাক্ষর করি (স্বামী-স্ত্রী উভয়)। অবশেষে কাঙ্খিত ম্যারেজ সার্টিফিকেট পাই, এবং সফল ভাবে আমার কাজ সম্পন্ন করতে পারি।  

সর্বশেষ আমি এখন সপরিবারে বেইজিং এ আছি। আমার জন্য আশীর্বাদ করবেন।

যোগাযোগঃ messenger

Phone: 01924-11 91 84, বা 01515-615786

Email: admin@marriagedivorcelawyerdhakabd.com বা focuse.unique60@gmail.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *