কাবিননামা কি, কত খরচ লাগে, কিভাবে কোথায় পাওয়া যায় ইত্যাদি

কাবিননামা কি?

যে ফরমে বিবাহ রেজিস্ট্রি করা হয় তাকে কাবিননামা বলে। উক্ত ফরমকে নিকানামাও বলা হয়ে থাকে। ইহা বিবাহের প্রথম এবং প্রধান দলিল। তবে পাস্পোর্ট, ভিসা, এম্বাসিতে ম্যারেজ সার্তিফিকেট দেখাতে হয়। 

বিবাহ মুলত ফরমে রেজিস্ট্রি করা হয় না, বিবাহ রেজিস্ট্রি করা হয় ভলিউম বুকে। ভলিউম বুক দেখে দেখে হুবহু নতুন একটা ফরম লেখে বর কনেকে দেওয়া হয়। উক্ত ফরমকে কেউ নিকাহনামা, কেউ বিবাহের নকলনামা বলে চিনে থাকে।

আরো পড়ুন

 মুসলিম কোর্ট ম্যারেজ করতে কি লাগে, বয়স, খরচ, কি ভাবে, কোথায় করবেন?

হিন্দু কোর্ট ম্যারেজ কি, কাগজপত্র, বয়স, কোথায় কিভাবে করবেন?

ধর্ম পরিবর্তন আইন এবং ধর্ম পরিবর্তন করে বিয়ে করার নিয়ম বাংলাদেশ

খ্রিষ্টান মেয়ে মুসলিম ছেলে বিয়ের নিয়ম স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৮৭২

হিন্দু সেপারেসন প্রক্রিয়া এবং হিন্দু ডিভোর্স আইন বাংলাদেশ

স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ প্রদান প্রক্রিয়া

স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের নোটিশ প্রদান প্রক্রিয়া

তালাক কিভাবে দিতে হয়, স্ত্রী কর্তৃক স্বামীকে এবং স্বামী কর্তৃক স্ত্রিকে তালাকের নোটিশ প্রক্রিয়া

হিন্দু ম্যারেজ সার্টিফিকেট বাংলাদেশ ভোগান্তি ও সমাধান

হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার এবং ম্যারেজ সার্টিফিকেট

 ENGLISH……………………

marriage certificate Bangladesh

muslim court marriage procedure and requirement papers in Bangladesh

divorce process and divorce lawyer in dhaka bangladesh

যোগাযোগ

মোবাইল ০১৫১৫৬১৫৭৮৬

ফেসবুক ম্যাসেঞ্জার

বিবাহ রেজিস্ট্রি এবং কাবিননামা খরচ

মুসলিম বিবাহ রেজিস্ট্রি করতে, সরকার কর্তৃক নিদ্ধারিত ফি প্রাদান করেতে হয় । 

৪ লক্ষ টাকা পর্যন্ত প্রতি লাখে ১২৫০ টাকা বিবাহের রেজিস্ট্রি ফি। এবং ৪ লক্ষ টাকার পর প্রতি লক্ষে ১০০ টাকা রেজিস্ট্রেশন খরচ।

এছাড়া কাজি সাহেব শরা পড়ানো, যাতায়াত বাবদ অতিরিক্ত টাকা চাইতে পারেন। ( আমরা অতিরিক্ত ফি নেই না। 

মনে করেন আপনি ৫ লক্ষ টাকা কাবিন করবেন, তাহলে আপনার খরচ কত পরবে।

প্রথম ৪ লক্ষ কাবিন খরচ  ১২৫০*৪=৫০০০

পঞ্চম লক্ষ টাকার কাবিন খরচ ১০০ টাকা

মোট কাবিন খরচ ৫১০০ টাকা

কাবিনামা উঠানোর নিয়ম, কত দিনের মধ্যে পাওয়া যায়।

কাবিননামা এবং ম্যারেজ সার্টিফিকেট সাধারণত তিন মাস পরে দেওয় হয়। তবে আমরা কিছু শর্ত সাপেক্ষে ৩ থেকে ৭ দিনের মধ্যে প্রদান করে থাকি। বিঃ দ্রুঃ আমাদের থেকে বিয়ে করলে, আমরা কাবিন নামা বা ম্যারেজ সার্টিফিকেট দিয়ে থাকি। বিয়ে যে কাজি করাবেন সে ছাড়া আর কেও কাবিন নামা দিতে পারে না।

উঠানোর নিয়ম

বিবাহের সময় বর- কণেকে একটা রিসিট প্রদান করা হয়, যাতে বর-কণের নাম রেজিস্ট্রি বইয়ের পৃষ্টা নং এবং ভলিউম নং দেওয়া থাকে। এছাড়া বিবাহের তারিখ এবং কাবিনের পরিমান লেখা থাকে। উক্ত রিসিট এবং কিছু টাকা  একদিন কাজী সাহেবকে  দিয়ে আসতে হয়, এর পর ২-৩ দিন পর সম্পূর্ণ টাকা প্রদান করে কাবিন নামা গ্রহন করতে হয়। (যেই কাজি বিয়ে করান, সে ছাড়া আর কেও কাবিননামা দিতে পারবে না)

কাবিননামা খরচ বা ফি কত?

এক্ষেত্রে ১০০০-২০০০ অনেক সময় ৩০০০ টাকা খরচ হয়। আমরা ৭০০-১০০০ টাকা নিয়ে থাকি, এছাড়া আমাদের থেকে নিকাহনামা নিতে দুই দিন আশার প্রয়োজন পরে না, অনলাইনে রিসিট পাঠায় দিলে ২-৩দিন পরে নিকাহনামা গ্রহন করতে পারবেন।

বিঃ দ্রুঃ আমাদের থেকে বিয়ে করলে, আমরা কাবিন নামা বা ম্যারেজ সার্টিফিকেট দিয়ে থাকি। বিয়ে যে কাজি করাবেন সে ছাড়া আর কেও কাবিন নামা দিতে পারে না।

বিবাহ রেজিস্ট্রেশন ফরম ছবি বা কাবিননামা ফরম ছবি

কাবিননামা প্রথম পেজ
কাবিননামা প্রথম পেজ
কাবিননামা ২য় পেজ
কাবিননামা ২য় পেজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *